চট্টগ্রাম ব্যুরো

  ১৩ সেপ্টেম্বর, ২০১৯

শাহ আমানতের মামলায় অভিনেত্রী শিমলাকে জিজ্ঞাসাবাদ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ফেব্রুয়ারির বিমান ছিনতাই চেষ্টা মামলায় অভিনেত্রী শামসুন্নাহার শিমলাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিমলাকে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়–য়া। তদন্তকারী কর্মকর্তা রাজেশ বড়–য়া সাংবাদিকদের বলেন, বিমান ছিনতাইয়ের চেষ্টার সময় নিহত পলাশের সঙ্গে পরিচয়, বিয়ে এবং পরবর্তী সময়ে বিচ্ছেদ হওয়া নিয়ে বিস্তারিত তথ্য শিমলা আমাদের দিয়েছেন। এ পর্যন্ত ও তদন্ত সাক্ষ্যে পাওয়া কিছু তথ্যের সঙ্গে শিমলার দেওয়া তথ্যের অনেক ক্ষেত্রে মিল আছে। এক্ষেত্রে আবারও জিজ্ঞাসাবাদে প্রয়োজন হলে শিমলাকে ডাকা হবে।

গত ২৫ আগস্ট ভারতের মুম্বাই থেকে দেশে ফিরেন অভিনেত্রী শিমলা। মামলার তদন্তকারী কর্মকর্তার আহ্বানে সাড়া দিয়ে শিমলা নিজেই গতকাল বৃহস্পতিবার কাউন্টার টেররিজম ইউনিটের অফিসে আসেন। দুপুর দেড়টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাবার সময় সাংবাদিকদের মুখোমুখি হন এই অভিনেত্রী। এ সময় শিমলা সাংবাদিকদের বলেন, তদন্তকারী কর্মকর্তা তদন্তের ফরমালিটির অংশ হিসেবে আমাকে ডেকেছিলেন। আমার কাছে বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন। বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনার পরও আমার বক্তব্য আমি মিডিয়ায় দিয়েছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close