নিজস্ব প্রতিবেদক

  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

শাহজালালে ২ হাজার মুঠোফোনসহ আটক ৩

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজার ২৪৬ মুঠোফোনসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)। গতকাল শনিবার বিমানবন্দরের বহিরাঙ্গনের ২ নম্বর ক্যানোপি এলাকা থেকে তাদের আটক করা হয়। এএপির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আলমগীর হোসেন জানান, শনিবার সকাল ৭টায় চীনের গুয়াংজু থেকে ইউএস বাংলার ফ্লাইটে ঢাকায় আসেন মো. সুজন, শাহরিয়ার হোসেন প্রিন্স এবং রফিকুল ইসলাম। বিমানবন্দরের বহিরাঙ্গনের ২ নম্বর ক্যানোপি এলাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তারা বিভ্রান্তিকর তথ্য দেয়। একপর্যায়ে শুল্ক ফাঁকির কথ স্বীকার করেন। তাদের ব্যাগেজ তল্লাশি করে আইফোন, স্যামসাং, ওয়ান প্লাস, টান্সেন্ট গেম, শাওমী ও নোকিয়া ব্র্যান্ডের ২ হাজার ২৪৬টি মুঠোফোন পাওয়া যায়। জব্দ করা মুঠোফোনের বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close