নিজস্ব প্রতিবেদক

  ০৪ সেপ্টেম্বর, ২০১৯

১২ হাজার লিটার মদ জব্দ র‌্যাবের

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে দেশীয় মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৪। কারখানা থেকে ১২ হাজার লিটার দেশীয় মদ জব্দ করা হয়। অভিযানের সময় মাদক কারবারির সঙ্গে র‌্যাব সদস্যদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। র‌্যাব-৪ জানায়, গোপন তথ্যে সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত বসুন্ধরা আবাসিক এলাকায় বালুর নদীর পারে কাঁশবনের ভেতর অবস্থিত ওই দেশীয় মদ উৎপাদন ও সংরক্ষণাগারে অভিযান চালায় র‌্যাব। সোমবার রাত ১০টায় ব্যাটালিয়নের সাদা পোশাকধারী একটি দল ওই কারখানায় পৌঁছার পর মাদকভর্তি ট্রলার থেকে মাদক কারবারিরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে র‌্যাব ধাওয়া করলে মাদক কারবারিরা মাদকভর্তি ট্রলারে করে পালিয়ে যায়। অভিযানকালে তাৎক্ষণিক কোনো নৌযান না থাকায় মাদক কারবারিদের আটক করা সম্ভব হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close