রংপুর ব্যুরো

  ০৪ সেপ্টেম্বর, ২০১৯

রংপুর-৩ আসনে উপনির্বাচন

এরশাদ পরিবারের বিরোধ তুঙ্গে

রংপুর-৩ আসনে উপনির্বাচনে এরশাদ পরিবারের বিরোধ এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। যা দল বিভাজনে সহযোগিতা করবে বলে মনে করছেন দলীয় নীতিনির্ধারকরা। গতকাল মঙ্গলবার দুপুরে এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফের পক্ষে তার সমর্থকরা বিক্ষোভ মিছিল করলে বিরোধের বিষয়টি স্পষ্টতা পায়। এরশাদ পরিবারের এরশাদ পুত্র রাহগীর আল মাহি সাদ ওরফে সাদ, ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ ও এরশাদের ভাগ্নি মেহেজেবুন্নেছা রহমান টুম্পা উপনির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে।

এছাড়াও রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর এবং কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রচারণা অব্যাহত রেখেছেন। এদিকে, সোমবার রাতে সদর উপজেলার পালিচড়া ও পাগলপীর এলাকায় মনোনয়ন দাবিতে বিক্ষোভ শেষে আসিফ শাহরিয়ারের সমর্থকরা সাদ এরশাদের কুশপুতুল দাহ করেন। সেই সঙ্গে তার সমর্থকরা সাদকে রংপুরের মাঠিতে অবাঞ্ছিত ঘোষণা করেন। তবে সাদের কুশপুতুল দাহ করার অভিযোগ অস্বীকার করে আসিফ বলেন, রংপুর-৩ আসনের মানুষ সাদকে গ্রহণ করবে না এজন্যই হয়তো ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা কুশপুতুল দাহ করতে পারে। আসিফ আরো বলেন, স্থানীয় ছাড়া অন্য কাউকে প্রার্থী করলে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা তা মেনে নেবেন না। রংপুর-৩ আসনটি সম্মানিত আসন উল্লেখ করে জাতীয় পার্টির রংপুর মহানগর সভাপতি ও রসিক মেয়র মোস্তাফিজার রহমান বলেন, রংপুরের মানুষের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন একজনকে প্রার্থী করতে হবে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, এস এম ইয়াসীর ও আবদুর রাজ্জাক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close