মহানগর (সিলেট) প্রতিনিধি

  ০১ সেপ্টেম্বর, ২০১৯

সিলেট বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে আরো ৭ হরিণ

সিলেট বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে আরো সাতটি হরিণ আনা হয়েছে। গতকাল শনিবার দুপুরে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যান থেকে এসব হরিণ সিলেটে আনা হয়েছে। এই নিয়ে বর্তমানে ১০টি হরিণ হয়েছে। এর আগে একটি হরিণ কেন্দ্র থেকে হারিয়ে যায়।

সিলেট বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে বিট কর্মকর্তা চয়ন ব্রত চৌধুরী প্রতিদিনের সংবাদকে জানিয়েছেন, দিনাজপুর থেকে সিলেটে আনা সাতটি হরিণের মধ্যে দুটি হরিণ গর্ভবতী। গত শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর থেকে এসব হরিণ নিয়ে রওয়ানা হয়ে পর দিন দুপুরে এসে সংরক্ষণ কেন্দ্রে পৌঁছান তারা। বর্তমানে ১০টি হরিণ সংরক্ষণ কেন্দ্রে। এদের মধ্যে তিনটি পুরুষ ও সাতটি স্ত্রী হরিণ রয়েছে। এই বিট কর্মকর্তা বলেন, প্রাণীর প্রজাতির সংখ্যা আগের মতোই রয়েছে। কিছু মারা গেছে, কিছু নতুন করে আনা হয়েছে। সবমিলিয়ে আগের মতোই রয়েছে। নতুন ময়ূর আনার পরিকল্পনা চলছে। ময়ূরের বেষ্টনী বড় করলে নতুন করে বেশকিছু ময়ূর আনা হবে সংরক্ষণ কেন্দ্রে। সিলেট বিভাগীয় বন কার্যালয়ের সহকারী বন সংরক্ষক জি এম আবু বকর সিদ্দিক প্রতিদিনের সংবাদকে বলেন, দিনাজপুর থেকে গতকাল শনিবার সাতটি হরিণ আনা হয়েছে সিলেটের সংরক্ষণ কেন্দ্রে। সবগুলো হরিণই ভালো আছে। কোনো ধরনের শারীরিক সমস্যা হয়নি। গত বছরের ৩০ অক্টোবর ৯ প্রজাতির ৫৮টি নতুন প্রাণীর আগমনে প্রাণ ফিরে পায় সিলেট বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটি। ১১২ একর জায়গা নিয়ে বিস্তৃত এই সংরক্ষ কেন্দ্রে ৯ প্রজাতির প্রাণীগুলো মধ্যে ছিল জেব্রা দুটি, হরিণ দুটি, ময়ূর পাখি ১২টি, গোল্ডেন ফিজেন্ট পাখি তিনটি, সিলভার ফিজেন্ট পাখি একটি, ম্যাকাও পাখি তিনটি, আফ্রিকান গ্রে পেরট চারটি, অন্য প্রজাতির পেরট চারটি, ছোট লাভ বার্ড পাখি ৩০টি ও অজগর সাপ ১টি। এরপর ধীরে ধীরে প্রাণীর সংখ্যা বাড়ানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close