নিজস্ব প্রতিবেদক

  ১৮ আগস্ট, ২০১৯

আ.লীগের উপদেষ্টা পরিষদে নাট্যজন আতাউর

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। একুশে পদকজয়ী আতাউর রহমান এর আগে আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। গতকাল শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতীয় কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে আতাউর রহমানকে দলের উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে মনোনয়ন দেন। আতাউর রহমানকে নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৪৩ জনে দাঁড়াল।

এই কমিটিতে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদের মতো প্রবীণ রাজনীতিকদের পাশাপাশি কূটনীতিক, শিক্ষাবিদরাও রয়েছেন। ৭৯ বছরে পা দেওয়া আতাউর রহমান একাধারে লেখক, নাট্যকার, নাট্যনির্দেশক, অভিনেতা ও নাট্যসমালোচক। নাট্য আন্দোলনে অবদানের জন্য সরকার তাকে ২০০১ সালে তাকে একুশে পদকে ভূষিত করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close