reporterঅনলাইন ডেস্ক
  ১৬ আগস্ট, ২০১৯

পরিবার পরিকল্পনা অধিদফতর

জাতীয় শোক দিবসে আলোচনা ও দোয়া

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের ৪৪তম শাহাদতবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদফতর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে কোরআনখানি, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। শুরুতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ক্রমে ধানমন্ডি ৩২নং সড়কে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সদর দফতর ও এর আওতাধীন ঢাকার মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার, মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, কেন্দ্রীয় পণ্যাগার, ঢাকা বিভাগ ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন। সেইসঙ্গে অধিদফতর প্রাঙ্গণে পবিত্র কোরআন খতম, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close