চবি প্রতিনিধি

  ২৩ জুলাই, ২০১৯

চবিতে প্রভোস্ট কমিটির সভা

আবাসিক সমস্যা সমাধানে নির্দেশ

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের (চবি) উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) ড. শিরীণ আখতারের সভাপতিত্বে প্রভোস্ট কমিটির সভা গতকাল সোমাবার উপাচার্যের সম্মেলন কক্ষে হয়েছে। সভায় রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রভোস্ট, হোস্টেলের ওয়ার্ডেন, প্রক্টর, হিসাব নিয়ামক এবং এস্টেট শাখার প্রশাসক উপস্থিত ছিলেন। এতে শিক্ষার্থীদের আবাসিক সমস্যা সমাধানে নির্দেশ দিয়েছেন উপাচার্য।

সভাপতি তার ভাষণে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, সর্বোচ্চ মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের মেধাবী শিক্ষার্থীরাই চবিতে ভর্তির সুযোগ লাভ করে। দেশের স্বার্থে তাদের অধিকতর দক্ষ ও যোগ্য মানবসম্পদে পরিণত করা আমাদের দায়িত্ব। আর এজন্য প্রয়োজন লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ। তিনি শিক্ষার্থীদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রধিকার দিয়ে চবির আবাসিক হলগুলোর আধুনিকায়ন এবং প্রযুক্তিগত সুযোগ-সুবিধা সম্প্রসারণসহ প্রশাসনিক কার্যক্রম অধিকতর গতিশীল করতে দিক নির্দেশনা দেন। উপাচার্য ড. শিরীণ আখতার হলের প্রভোস্টদের স্বতঃস্ফূর্ত আলোচনা এবং মতামত গুরুত্বসহকারে শোনেন এবং আবাসিক শিক্ষার্থীদের আবাসন সংক্রান্ত যে কোনো সমস্যা দ্রুত সমাধানে নির্দেশ দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close