নিজস্ব প্রতিবেদক

  ২২ জুলাই, ২০১৯

মশা মারতে ২৫ হাজার বাড়িতে যাবে ঢাকা দক্ষিণ সিটি

প্রতিদিন ১ হাজার ৭১০টি বাসায় গিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সে হিসেবে ১৫ দিনে ২৫ হাজার বাসাবাড়ির এডিস মশার বংশ ধ্বংস করবে সংস্থাটি। গতকাল রোববার রাজধানীর কাঁঠালবাগান এলাকার পদ্মা জেনারেল হাসপাতালের সামনে বিশেষ এ কর্মসূচির উদ্বোধনকালে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন এসব কথা বলেন। এরপর আশপাশের কয়েকটি বাসায় গিয়ে এডিস মশার বংশ ধ্বংস করেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

সাঈদ খোকন বলেন, দিন যত যাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা ততই বাড়ছে। ডেঙ্গুমুক্ত শহর গড়তে নগরবাসীর সহায়তার পাশাপাশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মেয়র বলেন, ‘আজ থেকে ১৫ দিনের বিশেষ প্রোগ্রাম চালু করা হলো। ৫৭টি ওয়ার্ডের ২৫ হাজার বাসায় আমাদের পরিদর্শক টিম, পরিচ্ছন্নতা টিম ও স্বাস্থ্য টিমের প্রতিনিধিরা যাবেন। যে বাসায় এডিস মশার লার্ভা পাওয়া যাবে, আমাদের প্রতিনিধিরা গিয়ে তা ধ্বংস করে দিয়ে আসবেন। ‘পাশাপাশি সম্মানিত নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে আসবেন, কীভাবে এডিস মশার বংশ ধ্বংস করতে হয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close