চট্টগ্রাম ব্যুরো

  ২১ জুলাই, ২০১৯

‘নগরীর যানজটে চট্টগ্রাম বন্দর দায়ী নয়’

চট্টগ্রামনগরীজুড়ে জলাবদ্ধতা, পোর্ট কানেকটিং (পিসি) রোডে সংস্কার ও সিমেন্ট ক্রসিং এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের জন্য যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কসহ চট্টগ্রাম বন্দরসংলগ্ন সড়কগুলোতে বড় বড় গর্তের কারণে যান চলাচল বাধাগ্রস্ত হয়। ফলে বন্দরের বাইরে যানজটের সৃষ্টি হয়। যা কোনো অবস্থাতেই চট্টগ্রাম বন্দরের কারণে হয় না। বন্দরের বাইরে তীব্র যানজট নিরসনে নগরের জন্য প্রস্তাবিত দুটি রিং রোড বাস্তবায়ন অতি জরুরি। গতকাল শনিবার চট্টগ্রাম বন্দর ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বন্দরের সদস্য প্রকৌশল কমোডর আখতার হোসেন, সদস্য (প্রশাসন) জাফর আলম, সদস্য (হারবার অ্যান্ড মেরিন), পরিচালক (নিরাপত্তা), বন্দর সচিব ওমর ফারুক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান জানান, বন্দরে আইএসপিএস কোডের শর্ত অনুযায়ী এসব গাড়ি, চালক ও সহকারীর পরিচয় নিশ্চিত করতে ডেটাবেজ তৈরি হচ্ছে। এরই মধ্যে ৩২ হাজার ৭৬৯ জন চালক-সহকারী ডেটাবেজভুক্ত হয়েছেন। ২৯ হাজার ৭৬৯ জনকে ডিজিটাল পাস দেওয়া হয়েছে। সহকারীর বয়স ১৩ থেকে ১৫ হলে শ্রম আইন মেনে বন্দরের প্রবেশে নিরুৎসাহিত করা হচ্ছে। এছাড়া ১৭টি বেসরকারি অফডকের ট্রেইলার ২৪ ঘণ্টা চলাচলের ডেটাবেজ সম্পন্ন হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close