নিজস্ব প্রতিবেদক

  ২১ জুলাই, ২০১৯

ঢাবি প্রশাসনকে ৭ দিনের আলটিমেটাম

দাবি আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি মানা না হলে আগামী ২৭ তারিখ ফের আন্দোলনে নামার হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা।

তাদের দাবি, মিতুর কাগজগুলো কলেজ বোর্ডের কাছে হস্তান্তর করতে হবে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিতুর আত্মহত্যার কারণ উদ্ঘাটন এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর আগে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই রাতে আত্মহত্যা করেন ঢাবি অধিভুক্ত বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের ছাত্রী মনিজা আক্তার মিতু।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফলাফলে তিন বিষয়ে ফেল করেন তিনি। পরিবারের দাবি, পরীক্ষার ফল মেনে নিতে না পেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মিতু মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মহিউদ্দিন মাস্টার ও সালমা বেগমের মেয়ে। তিনি বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close