নিজস্ব প্রতিবেদক

  ১৮ জুলাই, ২০১৯

দেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট প্রকৌশলী আবদুস সবুর বলেছেন, দেশের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিগত উৎকর্ষ এবং দেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য। দেশে প্রতিটি ক্ষেত্রে প্রকৌশলীরা সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। দেশের প্রকৌশলীরা আজ শুধু দেশে নয়, সারা বিশ্বে সুনামের সঙ্গে কাজ করছেন।

গতকাল বুধবার আইইবির মিলনায়তনে অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের (এএমআইই) ৭৮তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন শিবলুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী ওয়ালিউল্লাহ শিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী নুরুজ্জামান, এস এম মনজুরুল হক মঞ্জু, মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, ড. এম এম সিদ্দিক, আইইবির সাধারণ সম্পাদক খন্দকার মনজুর মোর্শেদ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইইবির এএমআইইর পরীক্ষা নিয়ন্ত্রক ও বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী দীপক কান্তি দাশ।

আইইবির প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়ার পরপরই রাষ্ট্র পরিচালনায় এমন কিছু পরিকল্পনা গ্রহণ করে; যার ফলে দিন দিন দেশের মাথাপিছু আয় বাড়তে থাকে, দেশের অর্থনীতি দিন দিন চাঙা হয়ে উঠতে থাকে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, কৃষি এবং অন্যান্য সেক্টরে উন্নয়নের হাওয়া বইতে থাকে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি যদি শিক্ষার উন্নয়ন না ঘটে, সে অর্থনৈতিক উন্নয়ন স্থায়ী রূপ পেতে পারে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close