নিজস্ব প্রতিবেদক

  ১৪ জুলাই, ২০১৯

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবদুল মতিন চৌধুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর লুৎফর রহমান সরকারের ৬তম মৃত্যুবার্ষিকীতে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ। গতকাল শনিবার বেলা ১১টায় রাজধানীর সাংবাদিক নির্মল সেন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল। প্রধান অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট কাজী এম সাজাওয়ার হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেক।

আলোচনায় অংশ নেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা আ স ম মোস্তফা কামাল, জাসদ নেতা হুমায়ুন কবির, নারী নেত্রী এলিজা রহমান, মুক্তিযোদ্ধা পল্লী সোসাইটির সভাপতি আলমগীর শেখ প্রমুখ।

এ সময় কাজী এম সাজাওয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে ওতপ্রোতভাবে জিয়াউর রহমান জড়িত তা প্রমাণিত হয়েছে। সে কারণেই তার মরণোত্তর বিচারের দাবি জানাচ্ছি। ব্রিটেনে স্বৈরশাসক লর্ড ক্রমওয়েলকে বিচার করে মরণোত্তর ফাঁসি দেওয়া হয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close