নিজস্ব প্রতিবেদক

  ১৪ জুলাই, ২০১৯

গ্যাসের দাম কমানোর দাবিতে মানববন্ধন

গ্যাসের দাম কমানোর দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাসের দাম কমানো এটা কোনো সংগঠনের দাবি নয়। এটা ১৬ কোটি মানুষের প্রাণের দাবি। গ্যাসের দাম বৃদ্ধি করে মানুষকে আরো বেশি কষ্টে ফেলে দিয়েছে সরকার। হরতাল পালনের পরও সরকারের অবস্থান অনড় রয়েছে। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বক্তারা বলেন, সরকারের ভুলনীতি, দুর্নীতি ও লুটপাটের দায় জনগণ মেনে নেবে না। আইনে আছে, গ্যাস, বিদ্যুৎ কোম্পানিগুলো লাভজনক অবস্থায় থাকলে দাম বাড়ানো যাবে না। ছয়টি গ্যাস কোম্পানির পাঁচটিই লাভজনক। এরপরও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। তাই আমরা দাবি করছি, অতি দ্রুত গ্যাসের দাম কমানো হোক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close