নিজস্ব প্রতিবেদক

  ১২ জুলাই, ২০১৯

মিরপুরে ডিএনসিসি মেয়রের উন্নয়ন কাজ পরিদর্শন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম কালশী, পল্লবী, বেনারশী পল্লী, মিরপুর সেকশন ১১ এর বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত তিনি সেখানে উপস্থিত থাকেন। পরিদর্শনকালে আতিকুল ইসলাম বলেন, এসব এলাকার বেশ কয়েকটি স্থানে অবৈধ দখলের কারণে ফুটপাত, ড্রেন ও সড়কের নির্মাণকাজ ব্যাহত হচ্ছে। ডিএনসিসির অনেক জায়গায় স্কুল, বাসা-বাড়ি, দোকানপাট অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। অবৈধ দখলে থাকা স্থাপনাগুলো জনস্বার্থে উচ্ছেদ করা প্রয়োজন। একইসঙ্গে অবৈধ স্থাপনা উচ্ছেদে মেয়র সবার কাছে সহযোগিতা ও সমর্থন কামনা করেন। পরিদর্শনকালে প্যানেল মেয়র জামাল মোস্তফা, ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম মানিক, আবদুর রউফ নান্নু, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শরিফ উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close