reporterঅনলাইন ডেস্ক
  ১১ জুলাই, ২০১৯

সিভাসুতে অর্থোপেডিক সার্জারির ট্রেনিং

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মেডিসিন ও সার্জারি বিভাগ এবং এসএ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো দুদিনব্যাপী ‘হ্যান্ডস অন অর্থোপেডিক ট্রেনিং ফর ফিল্ড ভেটেরিনারিয়ান্স অ্যান্ড একাডেমিকিয়ান অন লাইভস্টক অ্যান্ড পেট এনিমেল অব বাংলাদেশ’ শীর্ষক প্রশিক্ষণ সম্প্রতি সিভাসু ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল আহাদ, চট্টগ্রামের বিভাগীয় প্রাণিসম্পদ বিভাগের উপপরিচালক ডা. ফরহাদ হোসেন, মেডিসিন ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রাণিসম্পদ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রফিকুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close