reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুলাই, ২০১৯

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সাফল্য

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মজয়ন্তী সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী-২০১৯ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত এসব সৃজনশীল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। দুদিনব্যাপী অনুষ্ঠিত এই মনোজ্ঞ আয়োজনে ‘ক’ বিভাগে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসের তৃতীয় শ্রেণির ছাত্রী কাজী সানজিদা মীম তৃতীয় স্থান অধিকার করে এবং ‘খ’ বিভাগে নজরুলসংগীত প্রতিযোগিতায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী রেনেসা ডিউ বর্মণ তৃতীয় স্থান অর্জন করে।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close