জবি প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০১৯

আমরণ অনশনে জবির সাধারণ শিক্ষার্থীরা

জকসু নির্বাচন, ছাত্রী হল, বাসের ডাবল শিফট চালুসহ সাত দফা দাবিতে বৃষ্টিতে ভিজেই আমরণ অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রোববার সকাল ১০টা থেকে জবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৩ শিক্ষার্থী এ অনশনে বসেন। সারা দিন অনশনে বসে থাকলেও উপাচার্য, প্রক্টরসহ প্রশাসনের কেউ তাদের খোঁজ নেননি।

অনশনরত শিক্ষার্থীরা জানান, এর আগে বিভিন্ন আন্দোলনের দাবি উপাচার্য মেনে নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবায়ন করেননি। এখন সাত দফা দাবি মেনে নেওয়ার মুখের আশ্বাসে আমরা বিশ্বাস করি না। সাত দফা বাস্তবায়নের লিখিত আশ্বাস দেওয়ার প্রস্তাব উপাচার্য নাকচ করেছেন। দাবি মেনে নেওয়ার সময়সীমা লিখিতভাবে না দেওয়া পর্যন্ত আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরণ অনশন ও আন্দোলন চালিয়ে যাব।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, আগামী এক সপ্তাহের মধ্যে ক্যান্টিনের ভর্তুকি বাড়িয়ে খাবারের দাম কমাতে হবে ও মান উন্নয়ন করতে হবে, এক মাসের মধ্যে বাসের ডাবল শিফট চালু করতে হবে, আগামী চার মাসের মধ্যে জকসু নির্বাচন দিতে হবে, আগামী দুই মাসের মধ্যে ছাত্রী হলের কাজ শেষ করতে হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ৭০ শতাংশ শিক্ষক নিয়োগ দিতে হবে ইত্যাদি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close