চট্টগ্রাম ব্যুরো

  ০২ জুলাই, ২০১৯

চার ভবন মালিকের বিরুদ্ধে অভিযোগ গঠন

ইমারত নির্মাণ আইনের মামলায় চট্টগ্রামে মাছুমা ডেভেলপার কোম্পানির চেয়ারম্যান সেলিম উদ্দিন চৌধুরী নামে এক আবাসন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালতের বিচারক সাইফুল আলম চৌধুরীর আদালতে শুনানির পর এ অভিযোগ গঠন হয়। একই দিন নগরীর কল্পলোক আবাসিকের চার ভবন মালিকের বিরুদ্ধেও অভিযোগ গঠন হয়।

অভিযুক্ত চার ভবন মালিক হলেন জামাল উদ্দিন, নুর হোসেন, মনোয়ারা আতিক চৌধুরী ও তাহেরা বেগম। চলতি মাসে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

আদালত বেঞ্চ সহকারী ফয়েজ আহমদ বলেন, কল্পলোক আবাসিকে চার ভবন মালিক ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করেন। পরে তদন্ত করে সিডিএর অথোরাইজড বিভাগ আদালতে মামলা করেন।

সিডিএর অথোরাইডজ কর্মকর্তা-১ প্রকৌশলী মনজুর হাসান বলেন, এক আবাসন ব্যবসায়ী ও চার ভবন মালিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close