জবি প্রতিনিধি

  ০২ জুলাই, ২০১৯

৬ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের মানববন্ধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছয় দফা দাবিতে মানববন্ধন ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুর ১২টায় জবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন কর্মসূচি থেকে সাত দিনের মধ্যে ক্যান্টিনের খাবারের দাম কমানো ও মানোন্নয়ন, একমাসের মধ্যে বাসের ডাবল শিফট চালু, সাত দিনের মধ্যে জকসু আইনের খসড়া করে আগামী চার মাসের মধ্যে জকসু নির্বাচন, দুই মাসের মধ্যে ছাত্রী হল চালু, শিক্ষক নিয়োগে কমপক্ষে ৭০ শতাংশ জবি শিক্ষার্থীদের থেকে নিয়োগ ও শিক্ষার্থীদের জন্য সিজিপিএ শিথিল, নতুন ক্যাম্পাসের কাজ অতি দ্রুত শুরু করার দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। তাদের ছয় দফা দাবি না মানলে কঠোর আন্দোলন করার কথা জানান তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close