রংপুর ব্যুরো

  ০১ জুলাই, ২০১৯

রংপুরে ডিজিটাল ওয়েবসাইট উদ্বোধন

পরিবর্তনশীল আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে ‘ডিজিটাল বাংলাদেশ প্রকল্প-২০২১’ ঘোষণা করে বাংলাদেশ সরকার। লক্ষ্য ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে ২০২১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় রংপুর পুলিশ লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী একটি ওয়েবসাইট উদ্বোধনকালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদ, পুলিশ ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট কুসুম দেওয়ানসহ রংপুর রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ সূত্র জানায়, এ ওয়েবসাইটটির মাধ্যমে রংপুর রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে ঘটে যাওয়া ঘটনাবলির আপডেট পাওয়া যাবে। এছাড়া যদি কেউ ডিআইজি রংপুরকে গোপনে কোনো খবর বা তথ্য জানাতে চান তাহলে সাইটটির যোগাযোগ বাটনে ক্লিক করে তথ্য বা অভিযোগ সরাসরি জানাতে পারবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close