চট্টগ্রাম ব্যুরো

  ৩০ জুন, ২০১৯

সড়কের কাজ পর্যবেক্ষণ করলেন স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম গত শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (সাবেক পিসি রোড) রোডের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন।

সিটি করপোরেশন সূত্র জানায়, মন্ত্রী গাড়ি থেকে নেমে চলমান কার্পেটিংয়ের কাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। রাস্তাটির গুরুত্বের কথা বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে এর চলমান কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মন্ত্রী শুক্রবার সকালে দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে আসেন। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকার) অর্থায়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ৫ দশমিক ৭ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১২০ ফুট প্রশস্ত এ সড়ক উন্নয়ন ও সম্প্রসারণের জন্য ১৭০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে নগরীর নিমতলা থেকে তাসফিয়া পর্যন্ত ১০০ কোটি টাকা, আনন্দপুরী থেকে মাজার পর্যন্ত ৪২ কোটি টাকার কাজ চলমান রয়েছে। শিগগিরই মাজার থেকে অলঙ্কার পর্যন্ত ২৮ কোটি টাকার কাজ শুরু হবে। জাতির জনক বঙ্গবন্ধুর নামে এ সড়কে ৯ ইঞ্চি কার্পেটিং করা হবে। প্রথম ধাপে ৪ ইঞ্চি পুরুত্বের কার্পেটিং কাজ চলছে। এরপর ৩ ইঞ্চি ও ২ ইঞ্চি পুরু করা হবে সড়কটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close