নিজস্ব প্রতিবেদক

  ২৫ জুন, ২০১৯

‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ডিএনসিসি ও পুলিশ একসঙ্গে কাজ করবে’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ডিএনসিসির জনপ্রতিনিধিরা এবং বাংলাদেশ পুলিশ যৌথভাবে কাজ করবে। গতকাল সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) আয়োজিত গুলশানের একটি হোটেলে ‘উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী সেমিনারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, কমিশনার প্রলয় কুমার জোয়ার্দার, ডিএনসিসির প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজী।

আতিকুল ইসলাম বলেন, যেহেতু জনপ্রতিনিধিরা সমাজের সব স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ের মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের ওপর মেয়র গুরুত্ব আরোপ করেন। এ লক্ষ্যে ডিএনসিসির ২৪টি খেলার মাঠের সংস্কার কাজ চলমান রয়েছে। এসব মাঠ রাতেও যাতে খেলাধুলা করা যায় সেজন্য মাঠে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close