reporterঅনলাইন ডেস্ক
  ২১ জুন, ২০১৯

মাসুদ কামাল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত

বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুদ কামাল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (ভৌতবিজ্ঞান) নিযুক্ত হয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ভৌত বিজ্ঞান বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান থেকে এমএসসি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি দীর্ঘ সময় তেজস্ক্রিয়তা পরীক্ষণ এবং মনিটরিং গবেষণাগার, চট্টগ্রাম এবং পরমাণু শক্তি কেন্দ্র, চট্টগ্রামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ সময় তেজস্ক্রিয়তা পরীক্ষণ এবং মনিটরিং গবেষণাগার, চট্টগ্রাম এবং পরমাণু শক্তি কেন্দ্র, চট্টগ্রামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাসুদ কামাল স্বাস্থ্য পদার্থবিজ্ঞান, এনভায়ারনমেন্টাল রেডিয়েশন মনিটরিং এবং গামা স্পেক্ট্রোমেট্রি বিষয়ে একজন বিশেষজ্ঞ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close