reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুন, ২০১৯

সহযোগিতা চাইলেন চবি উপ-উপাচার্য

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের (চবি) উপাচার্যের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য ড. শিরীণ আখতার গত সোমবার বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে পৃথকভাবে উপাচার্য দফতরের সভাকক্ষে মতবিনিময় করেন। এ সময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. শিরীণ আখতার এ সময় বলেন, উপ-উপাচার্য হিসেবে তার এ বিশ^বিদ্যালয়ে দায়িত্ব পালনের সফলতার প্রথম সোপান হিসেবে সরকার তাকে এ বিশ^বিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদান করেছেন। এটি বিশ^বিদ্যালয় পরিবারের সবার জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের। তিনি উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালীন চবির বিভিন্ন পর্ষদে দায়িত্বপ্রাপ্ত সবাই তাকে যেভাবে প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় সহযোগিতা করেছেন উপাচার্যের রুটিন দায়িত্ব পালনকালীনও তাদের সে সহযোগিতা অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close