রাজশাহী ব্যুরো

  ১৯ জুন, ২০১৯

‘রাজশাহীর মাস্টারপ্ল্যান হবে রোল মডেল’

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীর উন্নয়নে মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। চায়নার বিখ্যাত প্রতিষ্ঠান ‘পাওয়ার চায়না’ মাস্টারপ্ল্যান তৈরি করছে। এই মাস্টারপ্ল্যান হবে বাংলাদেশের রোল মডেল। ৫০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান অনুযায়ী রাজশাহীর সবদিকে উন্নয়ন করা হবে। গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে ৬৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র এসব কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের প্রশাসন ব্যবস্থা, আর্থসামজিক অবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ সার্বিক ক্ষেত্রে উন্নয়নে কাজ করছে।

সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিয়াম ফাউন্ডেশন বগুড়ার কোর্স পরিচালক (উপ সচিব) আবদুর রফিক। সিটি করপোরেশন নিয়ে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রধান প্রকৌশলী আশরাফুল হক। আরো উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব আলমগীর কবির। সঞ্চালনায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল। প্রসঙ্গত, বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র বগুড়ায় ৬৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বিসিএস প্রশাসনের তিনজন, বিসিএস মৎসের-একজন, বিসিএস পুলিশের পাঁচজন, বিসিএস সড়ক ও জনপথের দুজন, বিসিএস বাণিজ্যের তিনজন, বিসিএস প্রাণিসম্পদের পাঁচজন ও বিসিএস কৃষির ২৩ জন ক্যাডার প্রশিক্ষণ নিচ্ছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close