নিজস্ব প্রতিবেদক

  ১৮ জুন, ২০১৯

বিমানবন্দর এলাকায় লেজার রশ্মি ব্যবহারে নিষেধাজ্ঞা

বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন অথরিটি থেকে জানানো হয়েছে, ‘দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশের বিমানবন্দরে উড্ডয়নরত এবং অবতরণকারী উড়োজাহাজকে টার্গেট করে শক্তিশালী লেজার রশ্মি নিক্ষেপ করা হচ্ছে। এ সকল লেজার লাইট ককপিটে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করে এবং পাইলটের পক্ষে উড়োজাহাজ যথাযথ নিয়ন্ত্রণে মারাত্মক সমস্যার সৃষ্টি করে যা, নিরাপদ উড়োজাহাজ চলাচলের জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭ এর ধারা-২৬ অনুসারে এই ধরনের কর্মকা- আইনত শাস্তিযোগ্য এবং দ-নীয় অপরাধ।’

সংবাদ বিজ্ঞপ্তিতে সিভিল অ্যাভিয়েশন অথরিটি আরো জানায়, ‘বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করার স্বার্থে সর্বসাধারণের সহযোগিতা কামনা করছে এবং সর্বসাধারণকে এই ধরনের কার্যকলাপ হতে বিরত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close