reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জুন, ২০১৯

বিএসটিআইর অভিযান

জরিমানা আদায়

রাজধানীতে গতকাল শনিবার বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিমুল এহসান মহানগরীর গুলশান এলাকায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তার মালিবাগ, মতিঝিল, শান্তিনগর এবং খিলগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অমান্য করে নিষিদ্ধ ঘোষিত পণ্য বিক্রয়-বিতরণ করায় গাজী স্টোর, মায়ের দোয়া ডিপার্টমেন্টাল স্টোর, বড় ভাইয়া জেনারেল স্টোর, পারভিন ট্রেডার্স, বাবুল স্টোরকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। অপরদিকে আমদানি করা চকলেট পণ্যে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করায় এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন), গুলশান-২ শাখাকে ৫০ হাজার টাকা এবং স্প্যাগোটি এবং মধু বিএসটিআই লাইসেন্স ছাড়া বিক্রয় করায় ‘তারা জেনারেল স্টোর’কে প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close