চট্টগ্রাম ব্যুরো

  ১৩ জুন, ২০১৯

সড়কে ৭ জন নিহতের ঘটনায় চালকের কারাদণ্ড

সাড়ে তিন বছর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইতে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুর ঘটনায় এক ট্রাকচালককে ৬ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। গত মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকার এই রায় দেন।

ঘটনার বিবরণে উল্লেখ করা হয়, ২০১৫ সালের ১২ অক্টোবর ভোরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় বরতাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৭ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন কালাম মিয়া (৪৫), সাইফুল (৪০), রুবেল (২৫), টিপু (৪৫), মনিরুদ্দিন (৪৫), আলম (৩৫), আজাদ (২৫)। নিহতরা সবাই ট্রাকে করে আসা শ্রমিক ছিলেন।

রায় ঘোষণার সময় দ-িত ট্রাকচালক মোস্তাকিন হোসেন আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, সড়কে বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে দ-বিধির ২৭৯ ধারায় ৩ বছর এবং মৃত্যু ঘটানোর অভিযোগে ৩০৪ (বি) ধারায় আরো ৩ বছরের কারাদ- দিয়েছেন আদালত। পৃথক ধারায় দেয়া সাজা একটির পর আরেকটি কার্যকর হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close