চট্টগ্রাম ব্যুরো

  ১২ জুন, ২০১৯

ইমারত আইন লঙ্ঘন

২ ভবন মালিক কারাগারে

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করায় দুই ভবনের মালিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। গতকাল মঙ্গলবার বিচারক সাইফুল আলম চৌধুরীর আদালতে ওই দুই ভবনের মালিক আত্মসমর্পণ করেন। তারা জামিনের আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায়, আসামিরা হলেন কল্পলোক আবাসিকের বি-১১৩ নম্বর প্লটের বাসিন্দা মো. হোসেনের ছেলে নুরুল হোসেন ও বি-২৯ নম্বর প্লটের ওয়ায়দুর রহমানের ছেলে জামাল উদ্দিন। সূত্রে জানা গেছে, গত ২৯ মে ওই দুই ভবনের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। কল্পলোক আবাসিকে ছয়তলার দুটি ভবন নির্মাণের জন্য নির্মাণ অনুমোদন পান তারা। কিন্তু পরে তারা নকশাবহির্ভূত স্থাপনা নির্মাণ করেন। এ অভিযোগে সিডিএ অথরাইজড বিভাগ এসব ভবনের মালিকের বিরুদ্ধে মামলা করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close