কুমিল্লা প্রতিনিধি

  ১২ জুন, ২০১৯

কুমিল্লা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান-সচিবের যোগদান

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রফেসর আবদুস ছালাম ও সচিব পদে সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ যোগ দেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় যোগদান অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারী সমিতির নেতা, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে নবাগত চেয়ারম্যান ও সচিব শিক্ষা বোর্ড কর্মকর্তাদের নিয়ে নগর উদ্যোনে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে জাতির জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া নবাগত চেয়ারম্যান প্রফেসর আবদুস ছালামের কাছে দায়িত্ব অর্পণ করেন। পরে সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদকে সচিব পদে দায়িত্ব বুঝিয়ে দেন নবাগত চেয়ারম্যান প্রফেসর আবদুস ছালাম। সাবেক চেয়াম্যানকে বিদায় ও নবাগত চেয়ারম্যান-সচিবকে বরণ অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, ড. সফিকুল ইসলাম, কলেজ পরিদর্শক জহিরুল ইসলাম পাটোয়ারী, উপ-কলেজ পরিদর্শক বিজন চক্রবর্তী, স্কুল পরিদর্শক আজারুল ইসলাম, উপ-স্কুল পরিদর্শক জাহিদুর রহমান, সহ-শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং কর্মচারী সমিতির সভাপতি আবদুল খালেক ও সাধারণ সম্পাদক হাজি মকবুল আহমেদ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close