মহানগর (সিলেট) প্রতিনিধি

  ০৪ জুন, ২০১৯

ঈদ জামাতে মোবাইল না আনার পরামর্শ

সিলেটের শাহী ঈদগাহে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এরই মধ্যে ধোয়া, ঝাড়– দেওয়া, রংসহ সব ধরনের কাজ শেষ হয়েছে। নিরাপত্তার স্বার্থে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকছে।

মঙ্গলবার ঈদের চাঁদ দেখা গেলেই পরদিন মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শাহী ঈদগাহে। শাহী ঈদগাহ মোতাওয়াল্লি জহির বকত বলেন, ‘আমাদের সব কাজ শেষ হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ রং লাগানোর কাজও শেষ হয়েছে।’

এদিকে, ঈদগাহে সবার নিরাপত্তাব্যবস্থা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। দেওয়া হচ্ছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা। ঈদের দিন বৃষ্টি থাকলে নামাজে আসার সময় শুধু ছাতা ও জায়নামাজ আনার পরামর্শ দিয়েছেন। এ ছাড়া অন্যান্য জিনিস আনার জন্য নিরুৎসাহিত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এমনকি সঙ্গে করে মোবাইল না আনারও পরামর্শ দিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ। গতকাল সোমবার দুপুরে শাহী ঈদগাহর ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close