রংপুর ব্যুরো

  ২৮ মে, ২০১৯

রংপুরের ৮১ শতাংশ স্কুলের পাশে তামাকপণ্য বিক্রি

রংপুরে ৮১ শতাংশ স্কুলের পাশে তামাকপণ্য বিক্রি হয়Ñ এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন এসিডি। গতকাল সোমবার বিকেলে রংপুর ‘লার্নিং অ্যান্ড রিসার্চ সেন্টার-এলআরসি’-এর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় অ্যাসোসিয়েশন কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)।

তথ্য মতে, রংপুর বিভাগের ৮১ শতাংশ স্কুল ও খেলার মাঠের ১০০ মিটারের মধ্যে সিগারেটসহ তামাকপণ্য বিক্রি হয়। এসব স্কুলের পাশে ক্ষুদ্র মুদির দোকান রয়েছে ৪৮ শতাংশ, রাস্তার পাশে তামাকের দোকান ৯ শতাংশ এবং ৪২ শতাংশ দোকানে কিয়সক পাওয়া গেছে।

‘ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স’-এর সহায়তায় ‘ঢাকা আহসানিয়া মিশন’-এর নেতৃত্বে এসিডি, ইপসা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং উবীনীগ যৌথভাবে ২০১৭ সালে ‘ইরম ঞড়নধপপড় ঞরহু ঞধৎমবঃ’ শিরোনামে শিশুদের প্রতি তামাক কোম্পানির বর্তমান অবস্থা পর্যবেক্ষণের জরিপ পরিচালনা করে।

আলোচনায় অংশ নেন রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষার উপপরিচালক মো. আখতারুজ্জামান। রংপুর জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগমের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার শাহরিনা দিলরুবা, বাংলাদেশ শিক্ষক সমিতির রংপুর জেলা শাখার সভাপতি আতিয়ার রহমান প্রামাণিক, রংপুর সরকারি কলেজ, সহকারী অধ্যাপক, ড. মো. মনিরুজ্জামান সরকার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close