reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মে, ২০১৯

৫ দফা দাবি

বিজিএএ’র আন্দোলনের ঘোষণা

পদবি পরিবর্তনসহ পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলনে যাওয়া ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি হিসাবরক্ষণ অ্যাসোসিয়েশন (বিজিএএ)। পদবি পরিবর্তন ও বেতন বৈষম্য দূরীকরণে সরকারের দ্বিমুখী আচরণে ক্ষুব্ধ হয়ে তারা আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে। গত শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বিজিএএ আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনের ঘোষণা দেন বিজিএএ কেন্দ্রীয় সভাপতি আবদুর রশীদ।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাহাবুবুল ইসলাম, কার্যকরী সভাপতি আবদুল হাই মোল্লা, এছাড়া কাজী শহিদুল ইসলাম, ইকবাল শরীফুল আখতার, মখলেছুর রহমান, রফিকুল ইসলাম, ফজলুর হক শরীফ, মোবারক উল্লাহ চৌধুরী, রিয়াজুল ইসলাম, আবদুস সবুর তালুকদার, জাকারিয়া, নুরুল আমিন, আমিনুর রহমান, বদরুদ্দিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close