চট্টগ্রাম ব্যুরো

  ২৭ মে, ২০১৯

সড়কে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় সংস্কারের দাবিতে সড়কের ওপর গাছ রোপণ ও জমে থাকা পানিতে মাছ ছেড়ে দিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার সকালে বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকার সড়কগুলো সংস্কার না হওয়ায় বিক্ষোভসহ কর্মসূচি পালন করেন আবাসিকের বাসিন্দারা।

মানববন্ধনে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে শাহ আমানত সংযোগ সড়কের কাজ চলছে। তা ছাড়া কল্পলোক আ/এ একটি সড়কও ভালো নেই। ছেলেমেয়েরা স্কুল-কলেজে যেতে পারছে না। তা ছাড়া ভারী যানবাহন ঢুকে সড়কের মারাত্মক ক্ষতি করছে। কয়েক দিনের বৃষ্টিতে বড় বড় গর্ত ছাড়াও পানি জমে গেছে। হাঁটার রাস্তা পর্যন্ত নেই। শত বলার পরও আমাদের সমস্যাগুলো কেউ কানে নিচ্ছে না। তাই উপায় না পেয়ে আমাদের এই প্রতিবাদ।

প্রসঙ্গত, ২০১০ সালে মালিকদের প্লট বুঝিয়ে দেয় সিডিএ। এরপর আবাসিকের কোনো সড়ক সংস্কার করেনি সিডিএ। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের ভারী যানবাহন চলাচলের কারণে আবাসিকের রাস্তাগুলো মরণফাঁদে পরিণত হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close