বিশেষ প্রতিবেদক, রাজশাহী

  ১৯ মে, ২০১৯

রাজশাহীতে রেশম কাপড় বিক্রি শুরু

বহু দিনের স্বপ্ন এবার বাস্তবে রূপ নিয়েছে। রাজশাহীবাসী তথা দেশবাসীর জন্য সুখবরটি হচ্ছে রাজশাহী রেশম কারখানায় চাষিদের উৎপাদিত গুটি থেকে প্রস্তুতকৃত খাঁটি রেশম কাপড় বিক্রয় শুরু হয়েছে। স্বল্প পরিসরে চালু হওয়া রাজশাহী রেশম কারখানায় বিভিন্ন ধরনের ৭৬টি শাড়ি বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। এছাড়া পাঞ্জাবি বা সালোয়ার কামিজের জন্য থান কাপড়সহ বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যাচ্ছে। গত বছরে চালু হওয়া রেশম কারখানায় এ পর্যন্ত ৪ হাজার ১২৩ গজ কাপড় উৎপাদন করা হয়েছে। উৎপাদিত কাপড় এরই মধ্যে বিক্রয়ও করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে মুঠোফোনের মাধ্যমে গত শনিবার রেশম উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সুমন ঠাকুর জানান, মূলত এ যাত্রার মাধ্যমে বহুদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। রাজশাহীর ঐতিহ্য টিকিয়ে রাখার স্বার্থে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে বর্তমানে রাজশাহীর রেশম কারখানায় মোট ১১টি লুম চালু রয়েছে। পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর থেকে কারখানার চাকা চলমান রয়েছে।

বোর্ডের জনসংযোগ কর্মকর্তা আরো বলেন, রাজশাহী রেশম কারখানার কার্যক্রম আরো ব্যাপকভাবে এবং দ্রুত করার লক্ষ্যে কারখানায় গ্যাস সংযোগ নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মূলত গ্যাস সংযোগের মাধ্যমে রিলিংসহ রঙ ও ছাপা কার্যক্রম দ্রুত এবং সুষ্ঠুভাবে করা সম্ভব হবে। এ লক্ষ্যে এরই মধ্যে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির প্রতিনিধিরা রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন। আশা করছি, খুব শিগগিরই গ্যাস সংযোগ পাওয়া যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close