রাজশাহী ব্যুরো

  ১১ মে, ২০১৯

রাজশাহী-ঢাকা রুটে বিমানের ফ্লাইট বাতিল

মিয়ানমারে একটি উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়ায় সংকটে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এজন্য বিমান বাংলাদেশ রাজশাহী-ঢাকা রুটে চার দিনের সব ফ্লাইট বাতিল করেছে।

রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান গণমাধ্যমকে বলেন, গতকাল শুক্রবার থেকে বিমান বাংলাদেশ তাদের যাত্রা বাতিল করেছে। তবে কেন বাতিল হয়েছে, তা তিনি জানাননি।

জানতে চাইলে বিমান বাংলাদেশের রাজশাহী সেলস অফিসের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট রামেন্দ্র চৌধুরী বলেন, ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ১০, ১১, ১২ এবং ১৪ মে বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ১৩ মে বিমান চলাচল করবে।

তিনি জানান, মিয়ানমারে দুর্ঘটনাকবলিত ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজটি মিয়ানমার, নেপাল ও ভারতের কলকাতা এবং দেশের অভ্যন্তরীণ রুটে চলাচল করত।

সেটি দুর্ঘটনায় পড়ায় বিমানের শিডিউল ‘এলোমেলো’ হয়ে পড়েছে।

আর এজন্যই ঢাকা-রাজশাহী-ঢাকা রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।

শাহ মখদুম বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহের সাত দিনই বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করে। প্রতিদিন বিমানের উড়োজাহাজ বিকেল ৪টা ২০ মিনিটে রাজশাহীতে নামে। এর ২৫ মিনিট পর আবার যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে উড়োজাহাজটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close