নিজস্ব প্রতিবেদক

  ২৮ এপ্রিল, ২০১৯

লেক দখলে অস্ত্রের মহড়া

রাজধানী উত্তরার এক লেকে মাছচাষ নিয়ে ১ নম্বর ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজহারের বিরুদ্ধে অস্ত্রের মহড়া দিয়ে লেক দখল নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। জানা যায়, গত শুক্রবার আজহারের হয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল লেকপাড়ে আসে দেশীয় অস্ত্র¿ নিয়ে। লেকটি সংস্কারের পর গত কয়েক মাস থেকে মাছচাষ করে আসছিলেন ৫২নং ওর্য়াড যুবলীগের কয়েকজন নেতাকর্মী। ৫২নং ওয়ার্ডের যুবলীগের লোকজনকে সরিয়ে এখানে মাছচাষ করার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে ছিলেন ১নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজহার। কিন্তু সংস্কারের পর থেকে লেকটিতে মাছ ছাড়েন ৫২নং ওর্য়াড যুবলীগের রাজুর নেতৃত্বে কয়েকজন। এ সময় উত্তরা প্রেস ক্লাবের সভাপতি রাখেল খান উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে পুলিশকে জানালে তাৎক্ষণিক পুলিশ এসে উভয়পক্ষকে যত্রভঙ্গ করে দেয়। তাৎক্ষণিক পুলিশকে খবর দেওয়ায়, সাংবাদিক রাছেল খানকে অস্ত্রের ভয় দেখিয়ে দেখে নেওয়ার হুমকিও দেয় আজহারের লোকজন। এই মহড়ার বিষয়ে কোনো ব্যবস্থা পুলিশ না নেওয়ায় এখন যে কোনো সময় রক্তক্ষয়ী ঘটনা ঘটে যেতে পারে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী কয়েকজন।

এ বিষয়ে ১নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজাহারের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি গত বছর লেক সংস্কার করার আগে এখানে মাছ চাষ করেছি এবার লেক সংস্কার করার পর এবার আমি এখানে মাছ চাষ করিনি, তবে লেকটি লিজে নেওয়ার জন্য এরই মধ্যে দরখাস্ত দেওয়া হয়েছে এবং সেটি প্রক্রিয়াধীন আছে। যুবলীগ ১নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আজহার দাবি করেছেন লেকের ব্যাপারটিতে রাজনীতি নেই। তার কথা লেক নিয়ে সমস্যা আছে, তবে এটাকে রাজনৈতিক রং দেওয়া ঠিক হবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close