নিজস্ব প্রতিবেদক

  ২৭ এপ্রিল, ২০১৯

শাহজালালে দেড় কোটি টাকার স্বর্ণ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক ঘটনায় তিন বিমানযাত্রীর কাছ থেকে জব্দ করা হয় প্রায় সোয়া তিন কেজি স্বর্ণবার। যার বাজারমূল্য দেড় কোটি টাকার বেশি। এসব ঘটনায় তিন যাত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলাও হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) মহাপরিচালক ড. সহিদুল ইসলাম জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা সৈয়দ আহমদ (৭০) ও হারুন (৩৬) নামে দুই যাত্রীকে ২১০০ গ্রাম সোনার বারসহ আটক করা হয়। যাত্রীদের মধ্যে সৈয়দ আহমদের লাগেজে তল্লাশি করে চশমার বাক্সে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় আটটি সোনার বার পাওয়া যায়, যার ওজন ৯৩২ গ্রাম। আরেক যাত্রী হারুনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি জানান, তার রেকটামে সোনা রয়েছে। পরে বিমানবন্দরের টয়লেট থেকে তিনি একে একে ৫টি সোনার পোঁটলা বের করেন। তাতে ১০টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ১১৬৮ গ্রাম। দুই যাত্রীর কাছে মোট ২১০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি পাঁচ লাখ টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close