মহানগর (সিলেট) প্রতিনিধি

  ২৪ এপ্রিল, ২০১৯

সিলেটে গৃহবধূ খুন

শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় রাজনাকে

সিলেট নগরের শেখঘাট কলাপাড়ায় গৃহবধূ রাজনা চৌধুরী (২০) খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। গত সোমবার রাতে নিহতের বাবা সুভাষ চন্দ্র চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। কোতোয়ালি মডেল থানার ওসি মো. সেলিম মিয়া জানান, খুনের ঘটনার পর থেকে রাজনার স্বামী লক্ষণ দাশ পলাতক রয়েছে। পুলিশ তাকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘রাজনাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। আমরা তার গলায় বেশকিছু চিহ্ন পেয়েছি। তাই প্রাথমিকভাবে আমরা এটাই ধারণাই করছি। ময়নাতদন্ত রিপোর্ট এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। রিপোর্ট এলেই আমরা বলতে পারব তাকে গলা টিপে হত্যা করা হয়েছে নাকি অন্যকিছু দিয়ে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে।’ গত সোমবার বিকেল পৌনে ৩টার দিকে শেখঘাট কলাপাড়ার হাজী ফজলুল হকের বাসা থেকে রাজনা চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের বাবা সুভাষ চন্দ্র চৌধুরী অভিযোগ করেছিলেন বাকবিত-ার জের ধরেই নাকি রাজনাকে হত্যা করা হয়েছে। নিহত রাজনা চৌধুরীর বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার কদমশ্রী গ্রামে। তার স্বামী লক্ষণের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। লক্ষণ সিলেট সিটি করপোরেশনের গাড়িচালক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close