reporterঅনলাইন ডেস্ক
  ২১ এপ্রিল, ২০১৯

ভুয়া বিলের মামলায় দিনমজুর জেলে

পল্লী বিদ্যুৎ সমিতির ক্ষমা প্রার্থনা

‘সংযোগ নেই তবু বিদ্যুতের বকেয়া বিলের মামলায় দিনমজুর মো. আ. মতিন কারাগারে’Ñ শিরোনামে গত বুধবার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদটি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের নজরে আসে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। ২০১৫ সালে মো. আ. মতিনের ঘরে বিদ্যুৎ সংযোগ না দিয়ে তার নামে বরাদ্দ করা মিটারটি প্রতিবেশী মো. শফিকুল ইসলামের ঘরে স্থাপন করা হয়। বিদ্যুৎ শফিকুল ইসলাম ব্যবহার করলেও বিদ্যুৎ বিল আ. মতিনের নামে আসছিল। যা সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে উদাসীনতা ও চরম অবহেলা। বিদ্যুৎ বিল অপরিশোধিত থাকায় মো. আবদুল মতিনের নামে মামলা হয়।

এ ঘটনায় মতিনকে আর্থিকভাবে ক্ষতিপূরণ ও তার বাড়িতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এ ছাড়া ঘটনায় সংশ্লিষ্ট ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে তদন্তের আওতায় আনা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close