মহানগর (সিলেট) প্রতিনিধি

  ২০ এপ্রিল, ২০১৯

‘গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন’র উদ্যোগে কর্মসূচি ঘোষণা

সিলেটে গ্যাস সংযোগ চালুর দাবি

সিলেটসহ সর্বত্র গ্যাস সংযোগ চালুর দাবিতে কর্মসূচি অব্যাহত রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ মে জালালাবাদ গ্যাস অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে ‘গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেট’ নামে এক সংগঠন। বিক্ষোভ কর্মসূচির পরই জ¦ালানিমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করবেন তারা। গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেটের যুগ্ম আহ্বায়ক আবু জাফর প্রতিদিনের সংবাদকে বলেন, ‘গ্যাস সংযোগ দেওয়া বন্ধ হওয়ায় আমরা আন্দোলন করছি। সিলেট গ্যাস-সমৃদ্ধ এলাকা। এ এলাকার গ্রাহকরাই গ্যাস পান না। অন্যান্য দেশে যেখান থেকে গ্যাস পাওয়া যায় ওই এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ দেওয়া হয়। কিন্তু সিলেটে ২০১৩ সালের আগে গ্যাস সংযোগ দেওয়া হতো। কিন্তু এরপর থেকে বন্ধ রয়েছে।’ আবু জাফর জানান, সিলেটে প্রায় ১০ হাজার গ্রাহক রয়েছেন যাদেরকে এখনো গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। আগামী ৫ মে বিক্ষোভ কর্মসূচির আগে বিভিন্ন স্থানে মতবিনিময় সভাসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হবে। গত বৃহস্পতিবার সিলেটসহ বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ চালুর দাবিতে গ্রাহক শুনানি অনুষ্ঠিত হয়। গ্রাহক শুনানিতে গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্তকে গণবিরোধী বলে মন্তব্য করেছে শুনানির জুরি বোর্ড। সিলেট নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানির জুরি বোর্ডের সদস্য ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সিলেট সভাপতি লোকমান আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।

গ্রাহক শুনানিতে সভাপতিত্ব করেন গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেটের আহ্বায়ক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেন সিংহ। গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেটের যুগ্ম আহ্বায়ক ও বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের পরিচালনায় গণশুনানির শুরুতে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও জাসদ সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী।

গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেটের পক্ষে বক্তব্য দেন প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি আরিফ মিয়া, ন্যাপ সাধারণ সম্পাদক এম এ মতিন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক কমরেড উজ্জল রায়, সিপিবি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল।

গ্রাহকদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট রনেণ সরকার রনি, নিজাম উদ্দিন, ওমর ফারুক, আব্দুল জব্বার শাহিন, বেসরকারি উন্নয়ন সংস্থার লক্ষ্মীকান্ত, চঞ্চলেন্দু দাশ, পরম জ্যোতি প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close