নিজস্ব প্রতিবেদক

  ১৯ এপ্রিল, ২০১৯

ডিএনসিসির সব ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা হবে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব ভবনে পর্যায়ক্রমে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার গুলশানে নগর ভবনে মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অগ্নিনির্বাপক বিষয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

মেয়র বলেন, এ লক্ষ্যে সরকারি-বেসরকারি, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সবাইকে নিয়ে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ইমকাই এন্টারপ্রাইজ লিমিটেডের উপদেষ্টা এস এম নুরুল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহমেদ খান, সিইও মো. গোলাম কিবরিয়া, ইমকাই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির করিম, এলিভেট গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুন জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close