নিজস্ব প্রতিবেদক

  ১৮ এপ্রিল, ২০১৯

ডিএনসিসির ক্ষতিগ্রস্তরা পেলেন ১০ হাজার টাকা

ডিএনসিসি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে ১০ হাজার করে টাকা দেয়া হয়েছে। গতকাল বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান ডিএনসিসি কাঁচাবাজারে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে টাকা তুলে দেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার যে কোনো দুর্যোগে জনসাধারণের পাশে রয়েছে। ৩০ মার্চের অগ্নিকাণ্ডে ডিএনসিসি কাঁচাবাজারের ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।

তিনি বলেন, সরকার মানবিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে ১০ হাজার করে টাকা দিয়ে পাশে দাঁড়ালো মাত্র। এতে ব্যবসায়ীদের ভবিষ্যৎ পথচলায় মনোবল চাঙ্গা হবে বলে মনে করি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান প্রতিমন্ত্রী। এর আগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানের ৬৬৯ কর্মচারীর প্রত্যেককে ইতিপূর্বে মানবিক সহায়তা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৩০ কেজি করে চাল দেয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close