নিজস্ব প্রতিবেদক

  ১৭ এপ্রিল, ২০১৯

স্বাস্থ্যসেবা উন্নয়নে উৎসাহিত করতে স্বাস্থ্যমন্ত্রীর জাতীয় পুরস্কার বিতরণ

স্বাস্থ্যসেবায় নিয়োজিত বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানকে স্বাস্থ্যসেবায় অধিকতর উন্নয়নে উৎসাহিত করার জন্য এ বছর ২৭টি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা নিয়োজিত প্রতিষ্ঠানকে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য দিবসে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার’ ২০১৮ প্রদান করেন।

স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সার্ভিসেস (এমআইএস) সরকারি স্বাস্থ্য খাতের মান উন্নয়নের জন্য ২০১৪ সালে ‘পারফরম্যান্স ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভ ফর ইমপ্রুভিং হেলথ সার্ভিসেস ইন দ্য পাবলিক সেক্টর’ উদ্যোগ গ্রহণ করেন। বিশ^ স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য খাতের ছয়টি ‘বিল্ডিং ব্লকস’-এর সঙ্গে সংগতি রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ^ স্বাস্থ্য সংস্থার সহায়তায় এমআইএস ২০১৫, ২০১৭ এবং ২০১৮ সালে তিন দফায় স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের জন্য স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার প্রদান করেছেন। ৫১০টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অর্জিত ফলাফলের ওপর ভিত্তি করে ২০১৮ সালের চূড়ান্ত ফলাফল নির্ণয় করা হয়েছে।

২০১৮ সালের স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ফলাফলে পুরস্কৃত দেশের সেরা পাঁচটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে রয়েছে ১. চৌগাছা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, যশোর; ২. কেশবপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, যশোর; ৩. কুমারখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, কুষ্টিয়া; ৪. কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ঝিনাইদহ; ৫. কালাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, জয়পুরহাট।

পুরস্কারকৃত সেরা পাঁচটি জেলা হাসপাতাল মধ্যেÑ ১. মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল; ২. কুড়িগ্রাম জেলা হাসপাতাল; ৩. যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল; ৪. পিরোজপুর জেলা হাসপাতাল; ৫. ভোলা জেলা হাসপাতাল।

সেরা তিনটি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে পুরস্কার পেয়েছেÑ ১. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা; ২. ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল; ৩. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া।

সেরা দুটি বিশেষায়িত হাসপাতালের মধ্যেÑ ১. ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল, ঢাকা; ২. ইনস্টিটিউট অব চাইল্ড অ্যান্ড মাদার হেলথ, মাতুয়াইল, ঢাকা।

সেরা পাঁচটি কমিউনিটি হেলথ সার্ভিসেস ও শতকরা প্রাপ্ত নম্বরÑ ১. উজিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, বরিশাল; ২. শাহজাদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, বগুড়া; ৩. বানারিপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, বরিশাল; ৪. রামগড় উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, খাগড়াছড়ি; ৫. তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, পঞ্চগড়।

সেরা পাঁচটি সিভিল সার্জন অফিসÑ ১. জয়পুরহাট সিভিল সার্জন অফিস; ২. যশোর সিভিল সার্জন অফিস; ৩. চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস; ৪. ঝিনাইদহ সিভিল সার্জন অফিস; ৫. ভোলা সিভিল সার্জন অফিস। সেরা বিভাগীয় স্বাস্থ্য অফিসÑ ১. বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস; ২. খুলনা বিভাগীয় স্বাস্থ্য অফিস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close