নিজস্ব প্রতিবেদক

  ১৬ এপ্রিল, ২০১৯

ছাত্রলীগ নেতার ওপর হামলাকারীর শাস্তি দাবি

রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদসহ তিনজনের ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশ থেকে আগামী দুই দিনের মধ্যে দোষীদের গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়।

গতকাল সোমবার এই প্রতিবাদ মিছিল রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আদাবর থানার সামনে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত শনিবার রাত ২টার দিকে আদাবর থানা ছাত্রলীগের অফিসের সামনে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী আদাবর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদসহ তিনজনের ওপর হামলা করে। পরে আহতদের সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতিবাদ সমাবেশে আদাবর থানা ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ, মাইনুদ্দিন ইসলাম শুভ ও মিজানের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময় সমাবেশস্থলে বক্তারা স্থানীয় কমিশনার ও আওয়ামী লীগ নেতা হাসু এবং কাসুর অনুসারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close