বরিশাল প্রতিনিধি

  ১৬ এপ্রিল, ২০১৯

ভিসির পদত্যাগ দাবি

ফের আন্দোলনে ববি শিক্ষার্থীরা

বাংলা নববর্ষ বরণ শেষে ফের আন্দোলন শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ও শিক্ষকরা। ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা ও আট দফা দাবিতে শিক্ষক সমিতি পৃথকভাবে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন। ভিসির পদত্যাগ অথবা ছুটিতে যাওয়ার বিষয়ে লিখিত না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। কর্মসূচির অংশ হিসেবে ভিসি বিরোধী চলমান আন্দোলনের ২১তম দিন সোমবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাডেমিক ভবনের নিচ তলায় অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ভিসির পদত্যাগ অথবা পূর্ণ মেয়াদে ছুটিতে যাওয়ার দাবি জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষকরা। আট দফা দাবি আদায়ের লক্ষ্যে ববি শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close