খুলনা প্রতিনিধি

  ১৩ এপ্রিল, ২০১৯

১৮ সাংবাদিককে ড. শহীদুল্লাহ স্মৃতিপদক প্রদান

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য খুলনার ১৮ সাংবাদিককে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদক প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা খান ফাউন্ডেশনের সহযোগিতায় উদ্দীপ্ত বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে সম্মাননা পদক তুলে দেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ।

সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন ইউএনবি’র খুলনা প্রতিনিধি অধ্যাপক শেখ দিদারুল আলম, দৈনিক আজকের তথ্যের ফটো সাংবাদিক মুক্তিযোদ্ধা আবদুল মালেক ও বাপ্পী খান; দৈনিক খুলনাঞ্চলের সিনিয়র স্টাফ রিপোর্টার হারুন-অর-রশিদ; অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিডটকমের নিজস্ব প্রতিবেদক, খুলনার মুহাম্মদ নূরুজ্জামান; দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার হাসান হিমালয়; একুশে টিভির খুলনা প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন; দৈনিক তথ্যের বার্তা সম্পাদক নূর হাসান জনি; দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার মামুন খান; ইন্ডিপেনডেন্ট টিভির খুলনা প্রতিনিধি অভিজিৎ পাল; দীপ্ত টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি ফারজানা ববি; দৈনিক দেশ সংযোগের বার্তা সম্পাদক ইয়াসিন আরাফাত রুমি; দৈনিক সময়ের খবরের ক্রীড়া প্রতিবেদক মামুন আবদুল্লাহ রুবেল; পাঠকের পত্রিকার স্টাফ রিপোর্টার মানজারুল ইসলাম; দক্ষিণাঞ্চল প্রতিদিনের স্টাফ রিপোর্টার জয়নাল ফারাজী; দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মো. নাজমুল হাসান; ইন্ডিপেনডেন্ট টিভির ক্যামেরাম্যান আরাফাত হোসেন অনিক ও দৈনিক খুলনাঞ্চলের ফটো সাংবাদিক সোহেল রানা।

এর আগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘আদর্শ সমাজ গঠনে যুবকদের সচেতন করতে নির্বাচিত জনপ্রতিনিধি ও আমাদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী আলোচনা সভা, কবিতা পাঠ ও গুণীজন সম্মাননা প্রদান-২০১৯ অনুষ্ঠিত হয়।

ভাষা সৈনিক ও চলচ্চিত্রকার রফিকুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন কলকাতার বিশিষ্ট কবি ড. অমিত চট্টোপাধ্যায়, কলকাতার বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী ছন্দা দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মো. গোলাম রব্বানী খান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close