reporterঅনলাইন ডেস্ক
  ১২ এপ্রিল, ২০১৯

আরইবির ‘আলোর ফেরিওয়ালা’ প্রথম পুরস্কার লাভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। এরই ধারাবাহিক প্রক্রিয়ায় আরইবি উদ্ভাবনী কর্মসূচিতে প্রথম পুরস্কারে ভূষিত হয়েছে। গত বুধবার বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন দফতর/ সংস্থা/ কোম্পানির সমন্বয়ে অনুষ্ঠিত ইনোভেশন শোকেসিং ২০১৯ এর ২৫ পাইলট উদ্ভাবনী উদ্যোগের মধ্যে থেকে ৫ উদ্যোগকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এর মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘আলোর ফেরিওয়ালা’ ১ম পুরস্কারে ভূষিত হয়। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রমসহ বিদ্যুৎ বিভাগ, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিদ্যুৎ বিভাগের আওতাধীন অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‘আলোর ফেরিওয়ালা’Ñএই উদ্ভাবনী কর্মসূচির প্রথম পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঈন উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close