reporterঅনলাইন ডেস্ক
  ১১ এপ্রিল, ২০১৯

ওজনে কারচুপি

৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

ওজনে কারচুপির অভিযোগে ঢাকা মহানগরীর চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল বুধবার বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিমের মাধ্যমে রাজধানীর মিরপুর-১০ ও ইব্রাহীমপুর এলাকায় অভিযান চালিয়ে এ মামলা করা হয়। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮’ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিম মিরপুর-১০ এর গোল চত্বর এলাকার নিউ বসুন্ধরা জুয়েলার্স ও রুনা জুয়েলার্সে স্বর্ণ পরিমাপে ক্যাশ মেমোতে নন স্ট্যান্ডার্ড ভরি, আনা, রত্তি উল্লেখ করা এবং টপটেন-১ কাপড়ের দোকানে মিটারের পরিবর্তে গজকাঠি ব্যবহার করায় মামলা করা হয়। এ ছাড়া ইব্রাহীমপুর এলাকার টপটেন-১ কাপড়ের আরেকটি দোকানে কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে গজকাঠি ব্যবহার করায় ‘ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮’ অনুযায়ী মামলা করে এবং আটটি গজকাঠি জব্দ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close